লাবিব মাহফুজ
সাধ্য যে জন সাধতে তারে
সাধ হয় আমার অন্তরে
কৃপা করে দয়াল আমায়
লও কবুল করে।
আদ্য শক্তি তুমিই ধরার
নিজরুপে হইলে স্বাকার
আসিলে এই ধরার মাঝার
প্রেম বিহারে।
ভক্তি জোড়ে দয়াল হরি
পূর্ণব্রক্ষ অবতারি
সদাশিত এই হৃদয় ভরি
মানবেতে হও প্রচার
লাবিব বলে বিনয় সাথে
সাধবো তোমায় ভক্তিরেখে
আমায় রেখ তোমার প্রেমও পথে
দিও ভজন শক্তি অনিবার।
রচনাকাল – 26/08/2018