সংগীত – দয়ালের শ্রীচরণ নিরিখে বসে

লাবিব মাহফুজ

দয়ালের শ্রীচরন নিরিখে বসে
ধ্যান নেত্রে, প্রেমাবেশে,
অহর্নিশি স্বরণরসে
বিভোর হলে আত্মময় –
দয়াল তখন প্রেমস্বরূপে
হৃদয়পদ্মে হয় উদয়।

অনুরাগে ভক্তিভরে
ডাকে যে জন দয়ালেরে
ধ্যান-নয়নে বারে বারে
রাখে স্বরণ শ্রীরূপময় –
সে ভক্তজনরে উদ্ধারিতে
দয়াল আমার ব্যাপিত রয়।

হবে যখন বাঞ্ছা পূরন
জাগবে প্রাণে রূপ নিরঞ্জন
ঘনপূর্ণ জ্যোতিশিঞ্জন
প্রকাশ হবে জগৎময় –
স্বর্গ, মর্ত্য ভুলাইবে
দয়াল তোমার চেতনায়।

প্রেম ভক্তির দৃঢ় বন্ধনে
দয়ালরে বাঁধিও প্রাণে
তবেই তোমার মনের বনে
শ্যাম সুন্দর দয়াময় –
দিবে দর্শন শুভ লগ্নে
মহাপ্রেম ভাব দরিয়ায়।

রচনাকাল – 15/05/2018

আপন খবর