সংগীত – আজ মরণের বাদ্য বাজে

লাবিব মাহফুজ

আজ মরনের বাদ্য বাজে
মোর মরম ও বীনায়,
মৃত্যুর অমৃত সুধা মোহ আজ
জাগিতেছে ব্যাকুল নয়নও তারায়।

ত্রিতাপ জ্বালার এ জিবন আমার
মরনের পরশে হইবে বিলীন
লভিয়া মরন আমার জিবন প্রভাত
জাগিবে নতুন করে আদী অন্তহীন।
মোর অনন্ত অখন্ড প্রাণের অচিন্ত্য প্রকাশ
মরনের পরশেই লভিবে আবাস
ফুটিবে জিবন কুসুম, এ মরণ ধারায়
মরণের এ সুর তাই জিবন মাতায়।

রচনাকাল – 30/11/2018

আপন খবর