সংগীত – অবারিত জেনো সে প্রেম

লাবিব মাহফুজ

অবারিত জেনো সে প্রেম
অনন্ত তার মাহাত্ম্য
সে প্রেম সুধায় হয়ে বিলীন
জাগাও স্বরূপ – স্ব-তত্ত্ব!

ওরে, স্বরূপ ধামে সাঁই সরলা
দিনরজনী করছে খেলা!
ভাসাইয়া রূপের ভেলা
পার হও নদী অনন্ত!

ওরে, চিনলো যেজন আপনারে
সে স্বরূপেতে পায় মাওলারে!
সে যে দীপ্তকারে বিরাজ করে
আদম ধামে অবিরত!

ওরে, লাবিব বলে চিনো আপন
আপনাতেই তার অন্বেষণ!
ঢুড়ে দেখো অজুদ আসন
বসে রয় রূপ শাশ্বত!

রচনাকাল 16/04/2013

আপন খবর