সংগীত – ভব মাঝে গুরু বিনে

লাবিব মাহফুজ

ভব মাঝে গুরু বিনে পারের উপায় নাই
পারঘাটাতে দয়াল হরি, পাপীরে লইও ত্বরাই।

গুরুর প্রেমে পাগল যারা, ব্রজের প্রেমভাব জানে তারা
প্রেমেতে হয় আত্মহারা, সদা দেখে গোবিন্দ কানাই।

গুরু পদে ডুবিলে মন, সদা হয় হরি দরশন
করে সদা প্রেম আলিঙ্গন, প্রেমস্বরুপে সাকার গোঁসাই।

প্রেম বিলাইতে ভব মাঝে, নন্দের নন্দন রাখাল সাজে
বিলায় ভক্তি রসরাজে, হরি নামে সুধা পাই।

হরি সেতো ভক্তের তরী, কলিতে হলেন অবতারী
দয়াল হও লাবিবের কান্ডারী, মিনতি রাঙা চরণ ঠাই।

রচনাকাল – 14/12/2013

আপন খবর