সংগীত – আমি যে এক পথের পথিক

লাবিব মাহফুজ

আমি যে এক পথের পথিক
গন্তব্য মোর আর কতদূর,
আমার এই ইহ জীবন কাটলো হেলায়
কবে পাবো দেখা প্রাণবন্ধুর।

মধুর লগনে সুখের মিলনে, ছিলাম তোমার সনেতে
তথা হইতে কর্মদোষে এলাম মায়ার ধরাতে।
আমার প্রাণেতে প্রতীক্ষা অতি
তোমার পানে ফেরার মতি
পুরাও মোর প্রাণের আকুতি
আলো করে হৃদ বাসর।

অবলা এক পথিক আমি, নাই কোনো পথের সম্বল
বড় আশায় পথ চলেছি সহায় করে চরণ যুগল।
অধীন লাবিব বলে বিনয় করে
আমায় ছাড়িও না পথের ধারে
তোমার প্রেমের ধামে নাও আমারে
পার করে ভব সংসার।

রচনাকাল – 10/08/2020

আপন খবর