লাবিব মাহফুজ
রূপ মাধুরী তব হে প্রিয়তম
নয়ন পটে মোর রয়েছে আঁকা,
হয়ে আঁখি জ্যোতি, ওগো প্রাণপতি
হৃদ কমলে তব চরণ বাঁকা।
নয়নও কোনে তোমার নেশায় ভোলে
মনো অভিসারী, শ্রী আচলে।
গাহনে ডুবাতে প্রেম, পাইতে নব জনম
হৃদয় দুয়ার মম খোলা রাখা।
হাসিতে হাসিতে এসে হৃদপদ্মে বসে
নাচাও আমারে তোমারি আবেশে,
তব ধ্যানেতে মন, হেরিবো ত্রিভূবন
তোমারি রূপেতে সবি রয়েছে ঢাকা।
রচনাকাল – 25/05/2011