লাবিব মাহফুজ
যেজন আমার প্রাণের মানুষ
আমি থাকবো সদায় তার সনে,
আমি চাইনা আল্লার ওলী হতে
সদায় রবো মানুষ ধ্যানে।
যে আমারে বাসিলো ভালো
বাহুতুলে বক্ষস্থলে টানিয়া নিলো
যে মোর পুড়া অঙ্গ শীতল করলো
আমি বান্ধা রবো তার চরণে।
মানুষ ছাড়া আল্লাহ কোথা রয়
এই মানুষরে বাসিলে ভালো, আল্লাহ পাওয়া যায়।
আল্লাহ হরি গড ভগবান
বিরাজে মানব কাননে।
রচনাকাল – 10/10/2019