সংগীত – ছিল অখন্ড নূর নিরাকারে

লাবিব মাহফুজ

ছিল অখন্ড নূর নিরাকারে তথা হইতে পঞ্চকারে
প্রপঞ্চময় রূপ নিহারে হল রূপায়ন,
পঞ্চতত্ত্ব মিশে হর এস্কের উদয়ন।

ব্রহ্মান্ড জোড়া নূর ছিল তাঁর, নিরাকারে হয়ে আধার
না ছিল শব্দ তাহার, না ছিল প্রকাশ গোপন –
অখন্ড নূর খন্ড করে, পঞ্চ ভাগ হয় তার ভিতরে
শব্দ স্পর্শ রুপ রস গন্ধে, সাকারে হইল চেতন।

এবার পঞ্চজনায় শব্দ করে, আলাসতু এর উত্তর করে
কালুবালা ধ্বনি ছাড়ে, নি:শব্দে শব্দ হয় উচ্চারণ –
লাবিব বলে পঞ্চঘরে, পাক পাঞ্জাতন ঘুরে ফিরে
জগতকে উতলা করে, নূর করিছে বরিষণ।

রচনাকাল – 05/11/2020

আপন খবর