লাবিব মাহফুজ
এ পাড়ে ফেলিয়া মোরে যাইও না দয়াল
তুমি বিনে কেউ নাই আমার
আমি তোমার চরণের কাঙাল।
চাইনা আমি আর কোন ধন দয়াল
চাই তোমার দুই চরণ,
চরণ ছাড়া করলে গো মোরে
হবে কি মোর ন্যায় অর্জন!
আমার দিন গেলো গো রাত ফুরাইলো
নাই কিছু পথের সন্ধান।
তুমি যদি না করো গো দয়া
নাই আশা আর জীবনে,
আমায় ফেললেও দুরে থাকবো পড়ে
ঐ রাঙা চরণে!
আমি ছাড়বনা গো তোমায় দয়াল
অধীন লাবিবের পোড়া কপাল।
রচনাকাল – 25/12/2014