কবিতা – ইচ্ছা

লাবিব মাহফুজ

আমার প্রবল ইচ্ছা করে
অবিরাম বর্ষণ হয়ে –
তোমার পা – দুখানি ভিজিয়ে দিতে!
ইচ্ছে করে – এ ঝরঝর ধারায়
ভেজা জামাটির মতো
তোমার গায়ে লেপ্টে যেতে
কঠিন বাহু বন্ধনে!

বুকে লুকায়ে মুখখানি – নিশ্চুপ
শুনে যেতে হৃদয়ের বানভাসি কোলাহল!
ইচ্ছে করে – ভারি বাদল প্রবাহ হয়ে
ঠায় জমে থাকতে তোমার আঙিনায়!

ইচ্ছে করে – বৃষ্টিতে
শক্ত করে জড়ায়ে ধরে –
খেলতে বাদলে-নয়নজলে লুকোচুরি!

বর্ষণ! ভিতরে-বাহিরে! আরো হোক
ভালোবাসা এমনি আকুলতায় জেগে থাকুক
চিত্তে! ইচ্ছে করে –
ভেজা বাতাসের শিহরণ নিয়ে তোমার কাছে
ছুটে আসতে! ভালোবাসতে!

রচনাকাল – 11/11/2020

আপন খবর