সংগীত – প্রকাশ সকল ভেদ রমুজাত

লাবিব মাহফুজ

প্রকাশ সকল ভেদ রমুজাত
বর্তমানের ইশারায়,
কোন তত্ত্বে আগমন হেথায়
প্রত্যাগমন কি রূপে হয়?

জাত আহাদিয়াত রয় একত্বে, মূলতত্ত্ব আদী অনন্তে
তথা হইতে সুক্ষতত্ত্বে, নাযিল হলেন প্রেমময়,
ওহদাত সেই সুক্ষধারা, সুক্ষ প্রেমে আপন হারা
লয়ে সেথা স্বরূপ ধরা, প্রেম প্রকাশে সর্বময়।

নিত্য জগত ওহদাতে, নূর সেতারার প্রকাশ তাতে
মিলন হলো জাত সিফাতে, চেহেলতনে প্রকাশ হয়,
আরোয়ায় গঠিল কায়া, জমিনে পড়িল ছায়া
সুক্ষ পেল স্থুল মায়া, বন্দী হলো নিত্যময়।

ওয়াহাদাত স্থুল আমিত্বে, স্থুল জগত বাধা চিত্তে
গঞ্জজাতের প্রকাশ নিত্যে, আপনত্বে রয় বিশ্বময়,
লাবিব বলে স্থুল ছেড়ে, গুরু রূপকে সঙ্গী করে
উরুজ করো তিনির তরে, পাইতে আহাদ প্রেমময়।

রচনাকাল – 19/09/2018

আপন খবর