লাবিব মাহফুজ
ভালোবাসার যে বীণা সুর
বাজছে যে তোর ও বুক পরে,
অভিমানী পাষাণ হয়ে
মুখ ঢেকেছিস অন্ধকারে।
হিয়ার মাঝে সাজিয়ে যত, পূজাবেদী নিত্য রূপে
পূজেছিস কোন ঘরছাড়া প্রাণ, অজাত বৃথায়, গন্ধধূপে!
প্রেমিক প্রাণের সরস কাঁদন, এ অভাগীর ভাঙ্গা দ্বারে
পৌঁছবে কি? অভিমানে, কাঁদিস যে তুই বারে বারে?
রিক্ত হলেও ধন্য আমি, এতো ভালোবাসা পেয়ে
এ প্রাণে তোর সব অভিমান, ভালোবাসার পংক্তি গেয়ে –
কত বুক ভাঙা ছলছল আঁখির, অশ্রু ঝড়িয়ে যায়
তোর বীণা সুর বিরহ রাগীনি, এ প্রাণ অঝোড়ে কাঁদায়।
কান্না যে তোর নয়তো একা, অশ্রু টুকু যে মোর
অভিমানী তোর বীণা সুরে সদা, কাঁদিছে যে এ অন্তর।
রচনাকাল – 10/11/2016