সংগীত – আমার আমার বলি সবাই

লাবিব মাহফুজ

আমার আমার বলি সবাই
আমার বলতে কি আছে,
আমি বলতে হাওয়াই পুঞ্জে
আমি সে কে বসে আছে।

এ দেহ মোর নয়তো আমি
আমার আমি অর্ন্তযামী
ধরায় নয় আর কিছুই দামী
আমার বলতে সবি মিছে।

লাবিব বলে ডাকে সবাই
কাকে ডাকে বুঝতে না পাই
না বুঝিয়া তাই কি অথাই
এ নদির তল দুরে কি আছে।

রচনাকাল – 17/12/2013

আপন খবর