আপন ফাউন্ডেশন

কবিতা – কালার পিরীতি

Date:

Share post:

লাবিব মাহফুজ

পেঁখলু প্রিয় রূপ মধুময়, শ্যাম কালিয়া বরণে
মুই বিকাইলু হেন জীবন যৌবন, কানুরও পিরীতি চন্দনে।

মধুশ্যাম গো বাঁশরী সুর তব, পুলকে পূরয়ে প্রাণ
তুয়া অনুরাগে আঁখিঝুরে মোর, পদপল্লবে দারুনও বেদন।

কালিয়া কুসুমজিনি, ব্রজকূলপতি, কালিন্দী ধারে রূপ ত্রিভঙ্গিম
সজনী, জানি, ঐ নিরমল বরণ, নিরখিলে মরিবিগো জনমে জনম।

গোকূলে তরুমূলে হেরিয়া সখী, দংশিল সাপিনী হামারী অঙ্গে
মুরছিতদিল মোর,অবশ জরজর, দীনবন্ধু তুয়া, জাগিও মাতঙ্গে।

আমি শ্রীরাধা জনম ও গোঁয়ালূ, অঙ্গে ধরিয়া বিষের দারুণ দহন
পরান থির নাহি, তনু মন বিকলো, নিধূবনপতিএ বিষম পিরীতি বান।

রচনাকাল – 12/10/2018

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles