লাবিব মাহফুজ
অতি ক্ষুদ্র যে আমি!
কি করে প্রভু –
আমাতে ধরিবো তোমায়?
সমুদ্রে শুধু উপলব্ধি মোর
অনন্ত ব্যাপিত যেজন
তারে ধরা নাহি যায়!
ভালোবাসা! এ যে বেমানান
অসীম সাহসে শুধু, মরিবার পণ!
ডুবিয়া তব বিস্তীর্ণতায়!
দয়া চাহি আমি
অনন্ত হইতে তব
করুণা আলোয় রবো অনুক্ষণ!
যদি চাও ভালোবাসিবার!
তোমার মতো প্রভূ, আমারেও করো
অসীম, নিত্য, অবিকার!
তখনি তোমারে ভালোবাসিবো!
অনন্ত-অনন্তে! নিত্য জড়ায়ে রহিব!
রচনাকাল – 24/05/2022