কবিতা – নিত্যমুরতী

লাবিব মাহফুজ

আজি গোধূলী লগনে
আনমনে চঞ্চলা নয়নে
শ্রান্ত পা দুখানি মেলে –
বসেছিলাম কৃষ্ণচূড়ার তলে।
চারিধারে মম ছড়ানো ছিটানো কত রং সুবাস
মাঝে আমি একাকীনি, প্রাণময় ভাবোচ্ছাস।

হৃদয় আজ নয়কো অলস, রক্তিম রঙে রাঙ্গা
শাখে শাখে আজ বাজিতেছে বীণা, প্রণয় উল্লাসে নাঙা।
কত রং সহসা আজ, জাগিতেছে হৃদয় চিত্রপটে
সুখ সমন্বিত ত্রিহারী সুর, মনরায় এ সুশীলা ছায়ানটে।
তাহারী মত যেন মায়াবী সুন্দর, সবি লাগে মম চোখে
যুগ ‍যুগান্তের সঞ্চিত স্বপন, উদ্ভাসিত হল এক রাঙা ঝলকে।

আমি একা! না না! আজি সবাই আমার আপন
দেখিতেছি আমি তাহারী রূপে ‍রূপময় সৃজন।
খুঁঁজেছি এতোদিন তোমায়, নিভিয়ে মম নয়ন জ্যোতি
আঁখি খুলি আজ দেখিলাম যেন, সবই তোমার মুরতী।
নয়ন সম্মুখে দাড়িয়ে আমার হেসেছিলে এতোদিন
ছিলাম ইচ্ছা অন্ধ! পাষান বিবেক আজি দিলাম বিসর্জন।

রচনাকাল – 15/08/2014

আপন খবর