আপন ফাউন্ডেশন

অনুকাব্য – জিবন তো অনন্ত

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
তুমি মোহিত করে রাখো পরাণ আমার
নয়নের সীমানায় নাই বা রহিলে,
বাহুর বাঁধনে তোমায় না পেলে ক্ষতি কি
জাগিয়া উঠিও মোর পরাণ কাঁদিলে।

2.
আপনারে নিয়াছো কি আপন করে?
নাকি বৃথাই নিজেরে শুধু করো বিভাজন?
আপনাতে আপন যে, চিনেছো কি তারে
নাকি নিজের ঘরেই নিজের বাহিরে আসন?

3.
একটাই পথ খোলা প্রেমিকের তরে
আপন আত্মারে বিলাও প্রভুর চরণে,
এশকের অনলে পুড়াও নিজেরে
পতঙ্গ সম জ্বলো অনল মরণে।

4.
ভেতরের বাণী যদি ধরিবারে চাও
বাহিরের কোলাহল থামাও আগে,
হৃদয় এখন তোমার বলিবে কথা
নিরালায়, নির্জনে, প্রেম ভাব যোগে।

5.
হৃদয় তলে তোমার খুঁজে দেখো প্রাণ
সকল গুপ্তধন, সে তো সেখানেই রয়,
পাইবে জগতের অনন্ত নিধি, অমূল্য ধন
ডুবে দেখা গভীরে, তব দীল দরিয়ায়।

6.
দয়ালের পানে রেখ নিরিখ নিরন্তর
হে প্রেমিক এই তব প্রেমের নিশানা,
মাশুক রূপে থেকো সদায় মগন
শ্রী চরণ হতে কভূ দূরে যেওনা।

7.
হৃদয়কে গঠন করো প্রেম ভক্তি দিয়ে
ভালোবাসার রঙে রঙে নিজেরে রাঙাও,
তবেই প্রভু ভালোবাসিবে তোমায়
সব ছেড়ে, ভালোবাসায় নিজেরে বিলাও।

8.
জীবন তো অনন্ত, অসীমের খেলা
এ দেহে জেগে রয় বিচিত্র রূপে,
সসীমের মাঝে প্রকাশ অসীম প্রভূ
মানবের মোহনায়, মানব স্বরূপে।

9.
তুমিইতো অনন্তের অশ্রান্ত পথিক
মহাকালের কূল বেয়ে চলিছ নিতি,
তুমিইতো জগতের আদী মহাপ্রাণ
জগৎ সংসার ভালে, চির নিত্য জ্যোতি।

10.
প্রদীপের মতো তুমি বিলাও আলো
জগৎ চেয়ে আছে তোমার পানে,
তোমার আত্মা মাঝে যে সূর্য জ্বলে
তার রশ্নি জ্বেলে দাও সকল প্রাণে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles