সংগীত – খাজা তুহি তো হিন্দেরও অলী

লাবিব মাহফুজ

খাজা তুহিতো হিন্দেরও ওলী, কুতুবুল আরেফিন
সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন হাছান।

তরিকতের ইমাম তুমি গরীব নেওয়াজ আজমেরী
মুক্তাদায়ে আরবাবে দ্বীন, তাজুল আশেক দিশারী
মুহাব্বতে আনোয়ারী সাহেব আসরার কামেলীন।

পানাঁহে-বেঁ-কাঁছা খাজা দিও চরণ তরী
মাখজানে পাঞ্জাতন তুমি, দ্বীন পেশোয়াধারী।
মুহীয়ে সুন্নত সানজারী কর কৃপা বিধান।

দলীলুল আরেফিন তুমি খাজা হাবিবুল্লাহ নূরী
রাহনুমায়ে চিশতীয়া দ্বীন, হাকীকী আসরারী
খাজা হও লাবিবের কান্ডারী রহমতে দারাইন।

রচনাকাল – 02/11/2020

আপন খবর