লাবিব মাহফুজ
আমি চিনলাম না আমারে
পরিচয় কি আমার
জানলাম না এ সংসারে।
কত শত মানুষ দেখি
জন্মে আসে ধরায় মরণে মুদে আঁখি
কোত্থেকে আসিল হেথা,
কিছুদিন কাটালো বৃথা
আবার কোথায় গেল চলে
এসেছিল কি দরকারে।
আমি বা কে, কি ঠিকানা
অতিত ভবিষ্যৎ অচেনা
এসেছি কেন এ ঘরানায়
উচিত বটে তার জানা শোনা।
ছিল নাকি কেউ আপন
কবরে যাবি কি কোন ধন?
অধম লাবিব বলে শোন অবুঝ মন
ধর তরী পরপারে।
রচনাকাল – 20/02/2012