পত্রিকা – রূপের তরী রূপের মাঝি

হান্নান শাহ আল চিশতী নিজামী

রূপের তরী, রূপের মাঝি
রূপ নিহারে রয়,
রূপ সাধনায় স্বরূপ সাধন
নৌকা কিনারায় ভিড়ায়।

যে রূপে রয় মাবুদ মাওলায়, সে রূপে রাসূল রূপ পায়
মুর্শিদ রূপে জাহির হলেন, তিনিই এ ধরায়।

পাক পাঞ্জাতন করো ছাবেত, মুর্শিদ রূপে আছে মজুদ
মোহাম্মদ রাছুল আল্লা, মুর্শিদেই রয়।

ধর মুর্শিদ চেনো তারে, সেই তো আছে সকল ঘিরে
অজুদে তার রূপ নিশানা, চিনলে সাধন হয়।

মুর্শিদ রূপে দেখো যারে, হৃদ মাঝারে রাখো তারে
আপনারে ফানা করে, থাকো সে রূপ নিহারায়।

আপন খবর