সংগীত – কত যতনে বাধানো এ সুর

লাবিব মাহফুজ

কত যতনে বাধানো এ সুর
বাজিছে মোর হৃদয়ও বীণারও মাঝে,
ডাকিছে শুধু যে তোমায়
চাহিছে শুধু যে তোমায়, বাদলও শ্রাবণও সাঝে।

জ্বালিয়ে ধূপশিখা, মোহিত ঘ্রাণে ধরা
হৃদয়ে আচরও আঁকা, জাগে সুরে সুরে মণিচুড়া।
বাজিয়ে পায়েরও নূপুর, রুমুঝুমু মোহ বিধূর
জানালে এসেছি প্রিয়, তোমারী নয়নও মাঝে।

খুলিল আধো দুয়ার, হৃদয়ে জাগিলাম আমি
সকলি এ ত্রিধরার, কহিছে ডাকি প্রণামী।
এ যে সত্য চির সুন্দর, জগৎ মাঝে এ সনাতন সার
অমর আলয়ে দেখি এ সুর বাজে।

রচনাকাল – 10/11/2015

আপন খবর