লাবিব মাহফুজ
মম প্রার্থনা প্রভু, তোমারে
চাই আরো বেশি করে, ভালোবাসিবারে!
আরো বেশি হৃদয়েতে বাঁধিয়া রাখিতে
নিরবধি নয়নেতে ও রূপ দেখিতে।
সদায় আমার সকল ভাবনা মাঝে
ভিতরে বাহিরে যেনো শ্রীরূপ রাজে!
চাহি সদা রেখ চরণে, অটল করে
শকতি দিও আরো, ভালোবাসিবারে।
সকলেরই প্রাণে বাজে, একই সে গান
সকল হৃদয়ে বাধা, অনাদী সে তান!
সৃষ্টির অমোঘ নিয়ম, জগতের বুকে
নিত্য এ ধরা যে সুর, বাজায় সর্ব লোকে।
তোমার আমার প্রভু প্রণয় মধুর
তোমাতে আমাতে বাধা শাশ্বত যে সুর।
সে সুর হৃদয়ে বেঁধে, তোমায় ভালোবেসে যাই
আপনারে তব চরণে আমি, নিত্য বিলাই!
রচনাকাল – 21/10/2017