লাবিব মাহফুজ
ভবে আসছি আমি কেন দয়াল
পাঠাইছো কি কারণে,
না বুঝে সেই রহস্য আদি
কান্দি বসে ঘোর তুফানে।
ছিলাম আমি কোন সে জাতে
এলাম কেন এই ভব দরিয়াতে
কি জন্য সাঁই কোন আশাতে
লাগাইলা আংতা পরাণে।
কি সুখ দয়াল তোমার অন্তরে
ফেলে আমার দরিয়া মাঝারে
কি রং দিলা আমার অন্তরে
ভাব দরিয়ায় তির বিনে।
তুমি তো সাঁই প্রেমো আশে
নুর নুরানী তখতে বসে
সাজাও প্রেম বিলাও আভাসে
অধম লাবিব কয় প্রেম চিনে নে।