আপন ফাউন্ডেশন

কবিতা – প্রেমদানে

Date:

Share post:

লাবিব মাহফুজ

আজিকে সারাবেলা রিমঝিম রবে
ঝড়িল বৃষ্টি মায়াবী ছন্দে,
মাতিল সহসা হৃদয় মম
শব্দমদে নৃত্তকৃত মরম আনন্দে।

সুর সোহাগে জড়ায়ে প্রাণ আজিকে গায়
প্রিয় তব নাম হরষে,
প্রকৃতি সম হৃদয় আজ বৃষ্টিস্নাত
ধ্যান মম পরিপূর্ণতা, তোমারী আবেশে।

আকাশের মতো হৃদয় মোর উন্মুক্ত আজ
বাধাহীন, উদার, সহস্রদিকে,
তোমারী পানে আজ রবষিব সবি
হৃদয়ের জমানো প্রেম আজিকে!

আজি এ বরষায় জাগরিত প্রাণ
হিমেল হাওয়া স্পর্শ খোলা বাতায়নে,
মম লোচনওদ্বয় মেলিয়া দেখিবো
মুখরিত প্রেম তব, মম পানে বর্ষণে।

রচনাকাল – 08/02/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles