আপন ফাউন্ডেশন

১১ – তুমি অতি প্রিয়

Date:

Share post:

আব্দুর রাজ্জাক বিশ্বাস

তুমি যদি আকারহীন, তবে তোমার
এতো নামকরণ হলো কি করে?
তোমার তেজস্বী রূপে মুসা জ্বললোনা
তুর পাহাড় ছাঁই হলো পুড়ে!
আমি অন্ধের মতো তোমার পরশ
রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি,
তাইতো আমি সদা – সর্বদা
তোমার-ই সালাত করি।

না চাইতেই যদি তব রূপ
বিমোহিত সুধা, রস – গন্ধ পাই,
আমি আনমনা সদা, উদাস হয়ে
তোমাতেই ডুবে রই।
তোমার সৃষ্টি তোমার দৃষ্টি
আমার চলার পাথেয়,
আমাতে তুমি, তোমাতে আমি
প্রিয় থেকেও তুমি অতি প্রিয়।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles