লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
মানবও মহত্বে, সত্ত্বায়
মহান প্রভূ বিরাজিত,
আপন ফিৎরাত সহযোগে
মানবাত্মায় অধিষ্ঠিত।
2.
আপনারই ফিৎরাত যোগে
গড়লে আদমতন অজুদ,
প্রেমময় সে অজুদাসনে
স্বরূপধামে রইলে মৌজুদ।
3.
পূর্বযুগে নবী রূপে
ছিল যে নিখিল মানব,
প্রেম ধর্মের এ কাল মাঝে
জ্ঞানী রূপেই তার বিভব।
4.
অজ্ঞানতার বহ্নিশিখায়
সৃষ্ট মানব ভেদাভেদ,
মানব সাগর এক অনন্ত
অংশ যেথায় নাই প্রভেদ।
5.
অজ্ঞান মনের দাবানল দাহ
জ্বালায় মনের একত্ব,
ধোঁয়া বিহীন সে অগ্নি দহন
পোড়ায় মানব মহত্ব।
6.
কট্টর নীতি হিংসা বিরোধ
ধর্মের নামে গোড়ামী,
বিজাতীয় নিন্দা আচার
এসব মূর্খের পাগলামী।
7.
বিশ্বজগতের যত মানব মহৎ
ভেদাভেদহীন হও অনন্ত এক,
মূর্খতা যত খন্ডিত মন
সংশয়, প্রেমানলে পুড়ে ছাই হোক।
8.
মানবের মহৎ প্রাণের আড়ালে
স্রষ্টার সুধা ধারা ঝড়ে অনিবার,
কি এমন বাকী যা দেয়নি প্রভু
যা চাইতে পারে মানব পূনর্বার!
9.
ধরার ধূলায় যে প্রথম মানব
করেছিলে শুরু মানব লীলা,
সে তো আমি, আমারি প্রাণ, বহমান
সকল প্রকাশ আমার অংশকলা।
10.
দৃশ্যে অদৃশ্যে আর বাহির অন্তরীক্ষে
যা কিছু আছে এই পূর্ণ ধরায়,
সকল প্রকাশের আধার এ প্রাণ
সব বহমান, আমার চরণ ছোঁয়ায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী