লাবিব মাহফুজ
অপরূপও তব রূপে, অনন্ত রূপ দরশন
মুর্শিদ তব চরণ তলে, অভাগার সাধন ভজন।
তব কৃপা দানে দেখাও দয়াল
গোলকাধিপতির রূপ,
তোমাতে চাহিয়া দেখি আমার
নিখিল পতির প্রিয় স্বরূপ।
কান্ডারী হে বিভূরও ধূপ
করো কৃপা দান।
ভূবনপতি তোমা তরে আমার
রাসুল আল্লাহর শাণ,
তোমাতে কুদরতের লীলা
চার যুগেতে মূর্তমান।
লাবিবের নয়নে হয়ে দৃশ্যমান, দেখাও নিরাঞ্জন।
রচনাকাল – 23/04/2014