লাবিব মাহফুজ
ব্রজপতি গো
আমারে করিও তব দাসী,
আমি আকূলীনি রাধা ওগো
হই তব প্রত্যাশী।
আমি তোমায় পাইবার আশে, ছাড়লাম কূলমান
ঐ শ্রী চরণে দিলাম সঁপে দেহ মন প্রাণ
এখন নয়ন মাঝে তোমার স্বপন দেখি দিবানিশি।
তোমার মুরলী বাজে গো সখি আমার মনের বৃন্দাবনে
আমি না থাকিতে পারি ঘরে, না বাঁচি পরাণে,
তোমার লাবিব ঐ চরণ শরণে, পড়লো গলে ফাঁসি।
রচনাকাল – 08/10/2019