লাবিব মাহফুজ
সকল রূপের আধার প্রভু
গুণের প্রকাশ এ ধরায়,
তোমার মাঝেই বিশ্বলীলা
তোমার তরেই সর্বময়।
অনাদী অনন্ত অপার, নিখিল সৃষ্টির প্রভু আমার
সাজাইলে বিশ্ব সংসার, হয়ে আদি চেতনময়।
সকল রূপের বিভূ তুমি, আদী অন্তের মহৎ নামী
ত্রিজগতের তুমিই স্বামী, প্রেম স্বরূপে হও উদয়।
তোমার মহিমা গায় নিখিল ধরা, তোমার দয়ায় বাঁচা মরা
লাবিব হয়ে রয় অপরা, প্রেমহীন কলঙ্কের দায়।
রচনাকাল – 09/08/2018