সংগীত – এ ঘন নিকুঞ্জ মাঝে

লাবিব মাহফুজ

এ ঘন নিকুঞ্জ মাঝে, গাহিছে বুলবুল
হে রাসুল, তোমারী শান, হে মরুর বকুল।

হৃদয় নদীর তীরে সাজানো যে বালুচর
ক্ষণে ক্ষণে ফুকারি যে উঠিছে প্রেমোঝড়!
মধুরও সমীরণে, বাজিছে বেণু তানে
পূজাবাণী তব, মহিমা সকল!

মোর চাতকী পরাণও পরে তোমারও যে নাম
জপমালায় বীণাসুরে, বাজিছে অবিরাম।
ত্রিভূবন মাঝে তুমি, ঘোর আধার সাঝে
বসুধার দিবাকর, পুষ্প অনল।

রচনাকাল – 23/08/2014

আপন খবর