সংগীত – দাড়ায়ে নরক দ্বারে

লাবিব মাহফুজ

দাড়ায়ে নরক দ্বারে
কোন অনলে করি ভয়,
আগুন যে মোর নিত্য সাথী
ভালো লাগে নরক আশ্রয়।

কাম ক্রোধ লোভ মিলে
নরক দুয়ার রেখেছি খুলে,
পড়ে আছি এ তিনের দলে
দোযখ আযাব নাইতো ভয়।

যেথা মোর বাস সারাক্ষণ
সে স্থানের ভয় কেনো মন,
তাইতে আছি বেশ অনুক্ষণ
নরক মাঝেই সর্বময়।

জীবের যাহা মনের ভালো
পরকালে তাই হইবে কালো,
অধম লাবিব বলে ক্বলবে জ্বালো
গুরুর রূপ জ্যোতির্ময়।

রচনাকাল – 25/05/2014

আপন খবর