সংগীত – আমি শুধু তোমায় চাই

লাবিব মাহফুজ

আমি শুধু তোমায় চাই
ঐ রূপ সুধা নয়নে ধরে
হবো পাগলীনি রাই।

যোগী করে যোগ সাধনা
জ্ঞানী কুড়ায় জ্ঞান
যুক্তিতর্কে পন্ডিত অনেক
ধ্যানির আছে ধ্যান!
আমি চাইনা কিছুই শুধু তোমার
প্রেম-ভাবে যেন রই সদাই।

ধরায় সকলে তো সকল করে
ধর্ম কর্ম এবাদাত
আমি যে মূর্খ অতি মূঢ়মতি
হবে কি মোর হেদায়েত!
আমার সম্বল শুধু দয়াল চরণ
অন্য কোনো গতি নাই।

রচনাকাল – 02/07/2020

আপন খবর