বাণী – বিশ্বরহস্য

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. ধর্ম সুউচ্চ জ্ঞানের মহিমা। অজ্ঞানীর জন্য ধর্ম নয়। ধর্মের নামে সকল দ্বিধা, কোন্দল, হানাহানির মূল কারণ এটাই। আজ অজ্ঞানীরাই জগতে বড় ধার্মিক সেজে বসেছে! ধর্ম থেকে উৎখাত করতে হবে এদের। তবেই ধর্মজগতে প্রতিষ্ঠিত হবে স্বভাব-শান্তি ধর্ম তথা ইসলাম।

2. দাসত্ব, গোলামী, এবাদত সকল মৌলবাদীদের কূয়োর ব্যাঙের আত্মতৃপ্তি।

3. শক্তি ও সাহসের সাথে দাসত্বের জিঞ্জির ভাঙতে পারলেই এড়ানো যাবে কেয়ামতের ভয়াল ছোবল। নতুবা ধ্বংস ব্যাতিত দ্বিতীয় কোনো পথ নেই।

4. মানবাত্মার মানবধর্ম কায়েম ব্যাতিত চিরমুক্তি অসম্ভব।

5. রূপকাশ্রয়ী সকল অহীসমুহের সঠিক তত্ত্বজ্ঞান উদ্ধার করতে হলে রূপক প্রতীকের আবরণ ভেদ করে জীবন্ত অহীর সন্ধান করতে হবে।

6. মহান জাতি-নূর এর অখন্ড কালের নিরবচ্ছিন্ন ফায়েজ লাভ করতে হলে একত্ত্বের উপাসনায় নিজেকে একত্ত্বে উন্নীত করতে হবে।

7. নিজেকে চেনার চল্লিশ মোকাম বা শ্রেণীতে নিরবধী কালের অনন্ত চেতনায় যখন প্রতিষ্ঠিত হবে আত্মশক্তি, তখনই ধরায় ধুলায় প্রতিষ্ঠিত হবে ফিরদাউস।

8. মানুষের সবচাইতে নিকটের আমিত্ব বা আপনত্ব কে চিনতে পারলেই অনন্ত মহাসৃষ্টি এই আপনত্বের মানব স্বরূপে ধরা দেয়।

9. আগুনের একটি কণার মধ্যেই যেমন অনন্ত আগুনের মহাশক্তি বিরাজিত, তেমনি বর্তমান কালের তথা চির বর্তমানের মুহুর্তকালে অনন্ত নিরবধী কাল বিরাজিত।

10. সকল শক্তিই মহা প্রভুর অনন্ত মহাশক্তির সামান্য প্রকাশ মাত্র।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর