লাবিব মাহফুজ
চুলের চাইতে চিকন সে পুল
হিরার চাইতে ধার,
ঘোর সংকটও নিদান কালে
কেমনে হবি পার।
সেই সাকো পার হইতে রে মন
নামের তরী আছে একখান
সেই তরীতে উঠিলে আছান
না উঠিলে বিষম ফের।
তিরিশ হাজার বছরের পথ
সাতটি ঘাটি সেই পুলসিরাত
সেই নামে না হইলে বায়াত
কে করবে তোরে উদ্ধার।
ধর রে মন রাসুল তরী
পাক পাঞ্জাতন নূরে নূরী
অধম লাবিব চায় তরীর হাজিরী
গুরুর কৃপায় সে নির্ভর।
রচনাকাল – 07/11/2012