লাবিব মাহফুজ
এতো যে তৃষ্ণা আমার
তবু ওগো সুদূরিকা!
দিগন্ত ওপারে তুমি লুকায়ে!
এতোযে চাহি আমি চির চাওয়া মোর
এতো যে ডাকি আমি না আসা সুদূর!
তবু মেঘ মানিনী! চির হৃদচারিনী
কেনো শুধুই রাখো নিজেরে – সরায়ে!
মেঘের ভেলায় ভেসে তৃষ্ণাতুরা
আকূল প্রাণেতে ধ্যানে, সঙ্গীহারা!
দিবানিশি ভোর! ডাকি চিতচোর
রেখোনা আপনা আর, দূরে হারায়ে!
রচনাকাল – 08/09/2022