আপন ফাউন্ডেশন

সংগীত – ভবে আশেক যেজন হয়

Date:

Share post:

লাবিব মাহফুজ

ভবে আশেক যেজন হয়
তার নামাজ রোজায় নাই ভেদাভেদ,
শুধু মাশুক রূপ তার হয় আশ্রয়।

প্রাণবন্ধুর ঐ শ্রীরূপ খানি, হৃদয়ে জাগাল যিনি
কি হবে তার নামাজ রোজায়, সে তো প্রেমানন্দে নিমগ্ন রয়।

শ্রীগুরু যার প্রাণ বন্ধু, ভয় কিরে তার ভব সিন্ধু
দিবে দয়াল করুণা বিন্দু, যাতে আছে মুক্তি জগৎময়।

গুরু রূপ যার নয়নে, সে আছে ভাবের বৃন্দাবনে
নিরবধী নাম স্বরণে, তার ভিন্ন ভাবের নাই সময়।

প্রেমিকের অভ্রান্ত আচার, সে রূপ নিহার রয় নিরন্তর
লাবিব কয় তার চরণ তলে, স্বর্গ সুধা বয়ে যায়।

রচনাকাল – 12/04/19

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles