লাবিব মাহফুজ
অখন্ড সে গোলোক ধামে
নিত্য প্রেম হয় প্রতিষ্ঠিত,
যেথায় নিরবধী অখন্ড কাল
একক প্রেমে হয় এক স্থিত।
অনাদী সে অনিন্দ্য সাঁই, আদি অন্ত যাহার নাই
অচ্যূত সে লীলার বশে, প্রেম সাগরে বিরাজিত
আপন তত্ত্বে মশগুল হয়ে, আপন আত্মায় বিমোহিত।
সৃষ্টিতত্ত্ব মর্মমূলে, আপনার আপনত্ব ভূলে
অখন্ড একক সত্ত্বা, আপনত্বে রয় নিহিত
দীলের সকল ভ্রান্তি নাশে, তাওহীদ হয় অটলিত।
রচনাকাল – 18/08/2018