কবিতা – বাংলার তরে

লাবিব মাহফুজ

আজি এ নিরব দুপুরে, নির্জন বাতায়নে
বসি একা একা দেখছি চাহিয়া, সূদুর আনমনে।

অনতিদূরে ঘন পল্লবিত ছায়াময় নিরধারে
নয়নতারার দল মেঘ সম চেয়ে আছে অনিবারে।

মহাতন্দ্রাভিভুত! চির উদাসী, সুখ স্বপন সম ফুল্লবায়
একখন্ড সাদা মেয়, নিঃশব্দ, নিশ্চল, নিলীমায়!

বৃষ্টিস্নাত স্নিগ্ধ রোদ সজনে পাতা পানে চেয়ে
ক্ষনে ক্ষনে ফুকারী উঠে উল্লাস, দক্ষিনা মলয় ছোয়া পেয়ে।

রৌদ্র তাপে ঝিকিমিকি করে ভেজা বসন্ত পাতা
যার ঈষৎ গন্ধ মধূকর পানে, আনে নব বারতা।

দিঘি জলে স্মান সেরে, শালিক বসিল বরজ পরে
বরজিয়াদের বিচ্ছেদ সুর, ভেসে ভেসে আসে সমীরে।

বসি বাতায়নে হেরিছি আমি, আমারি চারিধার
প্রতিক্ষণে হেরী, উৎসবময়, পূজাময় রূপ মোর বাংলার।

ভাবিলাম মম জনম চির স্বার্থক এহেন রূপও ধারে
সজন পত্র সম মম হৃদয় অর্ঘ্য সঁপিলাম তোমা তরে।

চির রূপ শান্তিময়, মায়াময় বাংলায় ধন্য আমি বাঙালী
বাংলার তরে গাহি পূজাবাণী, পূজা তোমা তরে, ভরি হৃদয় অঞ্জলী।

রচনাকাল – 15/03/2014

আপন খবর