লাবিব মাহফুজ
রূপের ফাঁদে অরূপ ধরে
খেলছে খেলা আশেকজন,
মানব রূপের সীমা মাঝে
অসীম প্রভুর হয় আগমন।
প্রভুর রবুবিয়াত এই মানুষে
আইনিয়াত হয় রূপের দেশে,
ভক্ত যেজন তার উদ্দেশ্যে
হচ্ছে নাযিল প্রেমরতন!
মানবও মোহনায় এসে
অরূপ খোদা রূপে ভাসে,
রয় জাত সিফাতে মিলেমিশে
মজনু আর লাইলী যেমন!
খুঁজলি ক্ষ্যাপা দেশে দেশে
না চাইলি আপন সকাশে,
লাবিব বলে শুদ্ধ রসে
প্রভুগুরু মূর্তমান!
রচনাকাল – 19/11/2022