আপন ফাউন্ডেশন

কবিতা – বিপরীত অর্ঘ্য

Date:

Share post:

লাবিব মাহফুজ

আধার প্লাবনে হে আলোধারী
ধ্বংসস্তুপে হে উদ্দাম অভিসারী,
নিষ্ঠুর তুমি, শুধু চাহনীতেই ক্ষান্ত
বুঝি পুরনো ব্যাথা, অতীত সংস্কারে তুমি শ্রান্ত!
আজি সবি লাগে অসম, বিষম ঘোরতর
ন্যায় শাস্ত্রের পুথির কোনে, কোথা সে প্রহর?
সময় আজ বড়ো নির্লিপ্ত আশাহত ব্যাঞ্জন,
নির্লজ্জের মতো অতীতেরে সবে করে মাল্যদান!
পুরাতন অভিসারী –
স্বাধীন বলেই এ শ্রীহীনতা, নেই তবে অশ্রুনিদান,
চাই মম পরাধীনতা, হে মহীয়ান।

বিস্বাদ, বিস্বাদে জর্জরিত মম প্রাণ
হে চির উন্নত মহীয়ান,
স্তব শুধু এ নোংরা পঙ্কিলতার মাঝে
আধার সমাচ্ছন্ন ভৌতিক গোধূলীগত সাঝে
আবদ্ধ, আরদ্ধ নিভৃত এ মায়াকানন –
ত্যাজিতে সংবদ্ধ আমার তব প্রীতিমুগ্ধ প্রাণ!
হে সর্বশক্তিমান!

রচনাকাল – 19/07/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles