কবিতা – পরিচয়

লাবিব মাহফুজ

চির সুখী সদা আমি বাস করি শান্তি নীড়ে
নিভিয়ে মোম হাতড়ে বেড়াই আধারে আপনারে।

আমি চির চঞ্চল
দীপ বিহনেই জ্যোতি নয়নে ধরা দেয় আপনি
গর্জে ওঠে তূর্যনাদ, তোমাদের আমি সকলি চিনি।

আমি চির অধীর
অপেক্ষার ঘটিয়ে অবসান যখন ছুটে যাই দিগন্ত পানে
পেছন হতে ডাকে মহাকাল, মোরে লও তুমি সনে।

আমি চির প্রশান্ত
যখন নিভৃতে, ত্যাজিতে কুহক, ছিড়িতে মায়াজাল
প্রসন্ন! উলঙ্গ ধরা জড়িয়ে দু পা, থামাতে চায় সে অনল।

আমি বিদ্যুৎ গতি বজ্রমুষ্ঠি শক্তিধর
ছিড়িয়া ফেলি অমনি বন্ধন, অকিঞ্চিৎ অশ্রু তব সার
আমি দুর্দমনীয় জ্যোতি, গতিতে ঝঞ্ছা, আমি বীর।

রচনাকাল – 10/08/2014

আপন খবর