লাবিব মাহফুজ
আমি তোমার দর্পন এ সংসারে
আমার মাঝে এবার তুমি
দেখো আপনারে।
স্বয়ং রূপে মোর দেহ বৃন্দাবন
গঠিলেন প্রভু প্রেমের কারণ।
এ চিত্ত কানন ব্যাপী তোমার
প্রেমের লীলা স্বয়ংকারে।
অনন্ত রূপ এ ধরাতে হয়
অখন্ড এ মানুষ মাঝে, নিত্য পরিচয়।
এ মানুষ আয়নায় প্রভু তুমি
কর উপাসনা স্বরূপ হেরে।
লাবিব হল মুহাম্মদী নূর
আহাম্মদী সত্ত্বা তুমি এথায় হও জহুর।
তোমার আমার এ লীলা খেলায়
রইবো সদায় প্রেম সাগরে।
রচনাকাল – 02/07/2020