আপন ফাউন্ডেশন

কবিতা – সিয়াম

Date:

Share post:

লাবিব মাহফুজ

সৃষ্টির আদিম রজনীতে
মনে পড়ে – তোমার সাথে সাহরি –
সুবহে সাদিক!

তোমার আমার একাত্মতায়
সেদিন হৃদয় ভরে পান করেছিলাম
মিলনের দ্রাক্ষারস!

তারপর! ধীরে ধীরে
পথ চলা শুরু মোর!
আদি হতে – অদ্যান্তরে!
জনম জনম!

বহুজন্মের পিপাসার্ত রোজাদার আমি
সহস্র কালের নিযুত প্রহর ব্যাপী অনাহারী!
মোহলিপ্সায়, মায়াবিভ্রমে!
বয়ে চলেছি আপনাকে!
কূলহীন – কালে কালে!

ফের যেদিন সাঙ্গ হবে মোর
ধূসর বিবর্ণ দিন,
জীবনে আসিবে করুণা তব
বসন্ত রঙিন!
সেদিন প্রিয়, লভিব ‘ইফতার’।

শত জীবনের মোহমুক্তি মোর, তব রূপের আগমনে –
সেই দিন মের ঈদ হবে প্রিয়, রমজান অবসানে!

রচনাকাল – 19/10/2020

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles