কবিতা – আমাতে তুমি

লাবিব মাহফুজ

আমারি চেতনার ধামে, আমারি প্রাণে
বসত করিছ তুমি অতি নির্জনে।
আমারি হৃদয় তটে, আমার হিয়া তলে
অনুতে অনুতে তোমার পদচিহ্ন জ্বলে।

যতনে গড়িছ মোরে, যা তোমারী স্বপন
আপন মনের মতো তুমি সাজালে আপন।
তোমার চেতনা তুমি করিছ প্রকাশ
আমার হিয়ারে করিতে প্রভু, তোমার নিবাস।

আমার আমি! সে তো নাই আর, তোমারে দিয়াছি ঠাঁই
তোমারই চরণ হৃদি মন্দিরে, আর কিছু না চাই।
তব আশা প্রভু আমার মাঝে হইবে সকল আজ
তোমার চেতনার রূপে রঙে প্রভু, সাজাও আমার সাজ।

তব তরে প্রভু এ প্রাণ নিবেদিত, সমর্পিত এ মন
আমারে ছাড়ি চরণে তোমার নিয়াছি তাই শরণ।
তব কামনা বাসনা, পাওয়া না পাওয়ার মূর্ত প্রতীক আমি
আমার মাঝে আপনারে তুমি, আপনায় রাখিও স্বামী।

রচনাকাল – 27/04/2019

আপন খবর