সংগীত – গৃহছাড়া মোর এ উদাস হৃদয়ে

লাবিব মাহফুজ

গৃহছাড়া মোর এ উদাস হৃদয়ে
বারে বারে কে যেন কহিছে ডাকি
আসিতেছে সজলও বরষা পোহায়ে
প্রিয়তম মোর, ভেজা পথে পদচিহ্ন রাখি।

হৃদয়ের ছোট্ট বিজনও ঘরে
দুয়ারখানি আজ খুলে দিলাম
বাসনা জড়ানো মোর বাসর মাঝে
পুষ্পবাহারে তোমায় তুলে নিলাম।
দেখিলাম তব রূপে অনন্ত প্রেমও পথে
মোর পানে দৃষ্টিভেজা কাজল আঁখি।

আলো আধারীর গানে, মৃদু সমীরণে
জোনাক জ্বলানো মোর চিত্ত কানন,
চঞ্চল রাগীনির পঞ্চমী সুরে সুরে
হৃদয় মাঝে তোমার বিজনও গাহন।
অপরূপ তব রূপ, জড়ায়ে এ নয়নে
হৃদয় বাসরে তোমায়, অপলক দেখি।

রচনাকাল – 08/11/2017

আপন খবর