পত্রিকা – রূপ মনোহর

অজয় বোস

প্রাণেতে বাঁধিয়াছে প্রাণ
স্বরূপে রূপের ছায়া,
নয়নে সুধা অফুরান
সুরেতে মোহন মায়া!
নিহারি সে রূপ প্রাণে জাগে সুখ
অমৃত রসের ধারা,
শিহরিত মন তাই অনুক্ষণ
আজি হইয়াছে আত্মহারা!

আপনা আপনি মাঝে
সাজিয়া অপরূপ সাজে,
নিতুই বহিয়া উজানে
তব রূপের কিরণ উছলায়।
আকুল পরাণ তাই
অকারণে শুধু হায়,
ছুটিয়া বেড়ায় সদা
অসীম পিয়াসা মেটায়।

সাহারার বুকে যেন
পড়ে ছিনু কণা সম,
আপনি তুলিয়া বুকে
পরম প্রেমেতে রাখিলে হেথায়।
সাঙ্গ করি ভব-মায়া
ত্যাজিব মাটির কায়া,
পরম পুরুষ রূপে
সেই ক্ষণে শুধাইবে আমায়।

আপন খবর