কবিতা – কবর

লাবিব মাহফুজ

অবহেলে সে ধন বিসর্জিতে
আজো পারিনি আমি,
কবরের অন্ধকার প্রকোষ্ঠে নিশিদিন ।

হৃদয়ের গহীন হতে উৎসারিত আবছা আলোয়
সারাক্ষন দেখি তোমায়। দূর্বার সে আকাঙ্খা –
যা ধুকে ধুকে এ বুকে জ্বলে, জ্বলন্ত অম্লান।

সেই চিরপরিচিত দীর্ঘশ্বাস! অন্তহীন হাহাকার
সব যাতনা ধরিলাম পরাণে, বঞ্চিত প্রেমও হার –
এযে মোর হৃদয়ের চাওয়া, তব প্রেমও ডোরে –
ছুটিব প্রদীপে পতঙ্গ সম, থাকিবোনা আর কবরে।

রচনাকাল – 03/07/2015

আপন খবর