আপন ফাউন্ডেশন

৬ – আধ্যাত্মিক বাণী সংকলন

Date:

Share post:

1.
মোহের শিকলে বন্দী যে হৃদয়, কীভাবে সে স্রষ্টার নিকট পৌঁছাবে?

যে বীজ তার খোলস ছেড়ে বেড়িয়ে আসতে আগ্রহী নয়, সে কখনো ফলদায়ী বৃক্ষ হতে পারে না।

শূন্য থেকে এসেছি, শূন্যেই ফিরে যাবো। চোখ কান সব সময় খোলা রেখো, কুয়াশায় পথ হারিও না, বন্য প্রানীদের খাবার হইও না।

দুনিয়ার মোহ সাগরের লোনা জর। যতই পান করো না কেনো, কখনো এর তৃষ্ণা মিটবে না।

হযরত মহিউদ্দিন ইবনুল আরাবী (র.)

2.
ঈশ্বরের জন্য খুশির গান গাও,
প্রভুর নামের সেবা করো এবং
তাঁর সেবকের সেবক হয়ে যাও।”
“যে মানুষগুলোর মধ্যে ভালোবাসা আছে,
তারা সেই সব সৌভাগ্যবান মানুষ,
যারা ঈশ্বরকে খুঁজে পেয়েছে।”

গুরু নানক জি

3.
সত্য পালনই প্রকৃত ধর্ম। যারা সত্য রক্ষা করে না, তারা বিধর্মী, তারা অপরাধী। তাদের গতি নরকে। তারা শাস্তি পাবার যোগ্য।

আত্মনিষ্ঠ যোগ’ই তোদের মুক্তির পথ। ভক্তিই সারবস্তু। মন্ত্রাদি হয় সহায় মাত্র। ভক্তিকে সম্বল করে এগিয়ে চল, তোদেরকে রুখবে কে- রে! তোরা যে আমারই সন্তান।

বাবা লোকনাথ ব্রহ্মচারী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles