লাবিব মাহফুজ
আমি আধার রাতের যাত্রী প্রভু, উষার আলো দিও
এ পথহারারে পথ-বানানোর, যোগ্য করে নিও!
আধার আমার দেহ-মনে, ভেতর-বাহির সর্বস্থানে
জ্যোতি-রূপের দিশা প্রাণে যতনে জ্বালিও।
যখন হৃদয় আমার নিশার ঘোরে, কূল-অকূলে ঘুরে মরে
পথের প্রদীপ জ্বেলে আমায়, পথেতে রাখিও!
জীবন্মুক্তির নিত্য দ্বারে, আমায় সাধিয়া লও তোমার করে
রূপ-স্বরূপের জলসা ঘরে, আমারে রাখিও!
রচনাকাল – 18/10/2021